ভারতের স্বাধীনতা সংগ্রামে বই, পত্রিকা ও খবরের কাগজের ভূমিকা

  1. ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট।
  2. ভারতে প্রকাশিত প্রথম জাতীয় পত্রিকা হিন্দু প্যাট্রিওট।
  3. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে।
  4. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মালিক ছিলেন মধুসুদন রায়।
  5. হিন্দু প্যাট্রিয়ট-এর প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ ও হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
  6. গণবাণী পত্রিকা সম্পাদনা করতেন মুজফফর আহমেদ।
  7. দিকদর্শন সমাচার দর্পণ পত্রিকা দুটির প্রথম প্রকাশ করা হয় 1818 খ্রিষ্টাব্দে।
  8. দিকদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান।
  9. বয়কট-এর প্রস্তাব প্রচার করে সঞ্জীবনী পত্রিকা।
  10. নারীদের নিয়ে আলোচনা করা বামা্বোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় খ্রিস্টাব্দে।
  11. বামা্বোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক উমেশচন্দ্র দত্ত।
  12. বাঙ্গালা গেজেটর প্রকাশক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য।
  13. মাসিক পত্রিকা বেঙ্গল গেজেট এর প্রথম সম্পাদক ছিলেন জেমস আগাস্টাস হিকি।
  14. লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন নজরুল ইসলাম।
  15. অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ।
  16. ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন।
  17. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত।
  18. উদ্বোধন পত্রিকার প্রকাশক হলেন বিবেকানন্দ।
  19. ফরাজি শব্দের অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।
  20. ফ্লাউড কমিশন তেভাগা আন্দলোনের সঙ্গে সম্পর্কযুক্ত।
  21. বাংলা ভাষায় প্রকাশিত একটি সাম্যবাদী পত্রিকার নাম ধূমকেতু।
  22. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম সংবাদ প্রভাকর।
  23. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রিকার নাম দিগদর্শন।
  24. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সংবাদপত্র সোমপ্রকাশ।
  25. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন।
  26. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র।
  27. সংবাদ কৌমুদি প্রকাশ করেন রামমোহন রায়।
  28. সংবাদ প্রভাকর প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।
  29. সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয় 1831 খ্রিস্টাব্দে।
  30. সংবাদ প্রভাকর-এর প্রথম সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।
  31. দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখক সুভাষচন্দ্র বসু।
  32. এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
  33. India wins freedom গ্রন্থের লেখক মৌলানা আবুল কালাম আজাদ।
  34. ভারত কোন্ পথে প্রবন্ধের লেখক জওহরলাল নেহরু।
  35. হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি গ্রন্থের লেখক কমলা ভাসিন।
  36. স্বদেশি আন্দোলনের সময়কার একটি বাংলা পত্রিকার নাম সন্ধ্যা।
  37. দৈনিক সংবাদপত্র National Front-এর সঙ্গে যুক্ত ছিলেন পি সি যোশী।
  38. আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়-এর লেখা।
  39. ইন্ডিয়া টু মাই নেটিভ লাইন কবিতাটি ডিরোজিও লেখা।
  40. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দিতে অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচন্দ্র।
  41. বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ।
  42. কার্ল মার্কস: আ মডার্ন ঋষি – প্রবন্ধটি রচনা করেন লালা হরদয়াল।
  43. গান্ধি বনাম লেনিন পুস্তিকাটি রচনা করেন এস এ ডাঙ্গে।
  44. ভারতে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট।
  45. ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম দ্য সোশ্যালিস্ট।
  46. ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট।
  47. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভুষণ।
  48. বন্দেমাতরম সংগীতটি আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত।
  49. বন্দেমাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিষ্টাব্দে।
  50. বন্দেমাতরম সঙ্গীতটি আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত।
  51. বন্দেমাতরম মন্ত্র উচ্চারণের জন্য সুশীল সেনকে বেত্রাঘাত করা হয়।
  52. ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় আনন্দমঠ উপন্যাসকে।
  53. ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল বলা হয় বন্দেমাতরম সংগীতকে।
  54. ভারতীয়দের উপর নীলকর সাহেব এর অত্যাচারের কাহিনী পাওয়া যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকায়।
  55. 1778 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।
  56. কলকাতায় জেমস অগাস্টাস হিকির উদ্যোগে প্রথম ছাপাখানা স্থাপিত।
  57. 1806 খ্রিস্টাব্দে ভারতীয় মালিকানায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়।
  58. অমৃতবাজার পত্রিকায় প্রথম আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল।
  59. সঞ্জীবনী পত্রিকায় সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়।